ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুড়িগ্রামে ২ দিনব্যাপী দুর্যোগ ও অভিযোজন শীর্ষক কর্মশালা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২০
কুড়িগ্রামে ২ দিনব্যাপী দুর্যোগ ও অভিযোজন শীর্ষক কর্মশালা

কু‌ড়িগ্রাম: কুড়িগ্রামে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ’র (পিআইবি) আয়োজনে গণমাধ্যমকর্মীদের দু’দিনব্যাপী ‘দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন অভিযোজন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় শহরের টেরেডেস হোমস ফাউন্ডেশন কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত কর্মশালার সমাপনী দিনে সভাপ্রধান হিসেবে উপস্থিত ছিলেন- পিআইবি’র পরিচালক ইলিয়াস ভূইয়া। প্রশিক্ষণ শেষে তিনি অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট হস্তান্তর করেন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি অ্যাড. আহসান হাবীব নীলু, স্থানীয় এনজিও ‘ভিউ’-এর নির্বাহী পরিচালক এনামুল হক।

প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে, সংবাদমাধ্যম রাইজিংবিডি’র সিনিয়র রিপোর্টার রফিকুল ইসলাম মন্টু, পিআইবি’র প্রশিক্ষক মোহাম্মদ আব্দুল মান্নান প্রমুখ।

ন্যাশনাল অ্যালায়েন্স অব হিউম্যানিটেরিয়ান অ্যাক্টরস বাংলাদেশ’র (নাহাব) অর্থায়নে পরিচালিত এ প্রশিক্ষণে কুড়িগ্রামের জেলা ও উপজেলা পর্যায়ের ২৫ সাংবাদিক অংশ নেন।  

কুড়িগ্রাম জেলার সাংবাদিকদের দুর্যোগ ও জলবায়ু বিষয়ক রিপোর্টিংয়ের কৌশল, সমসাময়িক প্রেক্ষাপটে দুর্যোগ ও জলবায়ু বিষয়ক সাংবাদিকতার চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় এবং দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন অভিযোজনের প্রয়োজনীয় খুঁটিনাটির ব্যাপারে অবহিত করাই ছিল এ কর্মশালার উদ্দেশ্য।

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২০
এফইএস/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।