ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরা সদর হাসপাতালে ভেষজ বাগান উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২০
সাতক্ষীরা সদর হাসপাতালে ভেষজ বাগান উদ্বোধন

সাতক্ষীরা: সাতক্ষীরা সদর হাসপাতাল প্রাঙ্গণে ভেষজ বাগান উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) বেলা ১১টায় সদর হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনায় গাছের পাঠশালা ও বেসরকারি প্রতিষ্ঠান বারসিকের সহযোগিতায় গড়ে তোলা ভেষজ বাগান উদ্বোধন করেন সাতক্ষীরার সিভিল সার্জন ডা. শেখ আবু শাহিন।

এসময় আরও উপস্থিত ছিলেন- সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার জাহাঙ্গীর হোসেন, মেডিক্যাল অফিসার সাইফুল্লাহ আল কাফি, মেডিক্যাল অফিসার জয়ন্ত সরকার, গাছের পাঠশালার পরিচালক ইয়ারব হোসেন, বারসিক কর্মকর্তা গাজী আসাদ, তুজুলপুর কৃষক ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম রহমান, যুব সংগঠক নুরুল হুদাসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এসময় সিভিল সার্জন বলেন, ভেষজ উদ্ভিদসমূহ যেমন পুষ্টির আধার, তেমনি এসব উদ্ভিদের ঔষধি গুণাগুণও অসাধারণ।

প্রত্যেকে পারিবারিকভাবে বাড়ির আশপাশে ভেষজ উদ্ভিদ লাগিয়ে পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি সাধারণ রোগ বালাই থেকেও দূরে থাকতে পারেন।

এই ভেষজ বাগানে তুলসি, অর্জুন, হরিতকী, বহেরা, বাসক, অসক, অনন্তমূল, শতমূল, হাড়জোড়া, বাউনটি, শিউলি, দাদমর্দন, শ্বেত আকন্দ, চিরতা, অপরাজিতা, মহাসমুদ্র, নিম, উলটকম্বল, চন্দন, লজ্জাবতী, ঘৃতকুমারী, মেহেদীসহ অর্ধশতাধিক নামসহ ঔষধি বৃক্ষ রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।