ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পানছড়িতে মাস্ক না পরায় ১৩ জনকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২০
পানছড়িতে মাস্ক না পরায় ১৩ জনকে জরিমানা

খাগড়াছড়ি: খাগড়াছড়ির পানছড়িতে মাস্ক না পরায় ১৩ জনকে আর্থিক জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
 
বুধবার (১১ নভেম্বর) দুপুরে পানছড়ি বাজারে অভিযান চালিয়ে তাদের জরিমানা করেন পানছড়ি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হাসান।


 
এ সময় ১৩ জনকে বিভিন্ন পরিমাণে মোট ১৫৫০ টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে তাদের প্রত্যেককে দোকান থেকে মাস্ক কিনে তা পরিধান করানো হয়।
 
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান বাংলানিউজকে বলেন, স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ না করা এবং মাস্ক পরিধান না করায় দায়ী ব্যক্তিদের জরিমানা করা হয়। এ সময় তিনি সবাই সরকারের দেওয়া স্বাস্থ্য সুরক্ষার নিয়ম মেনে চলার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২০
এডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।