ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৩ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২০
সৈয়দপুরে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা প্রতীকী ছবি

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর শহরের বানিয়াপাড়া এলাকায় তেলবাহী ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে মলিন চন্দ্র রায় (৪০) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।  

বুধবার (১১ নভেম্বর) বিকেলে সৈয়দপুর থেকে খুলনার উদ্দেশে ফিরতি ট্রেনটির সামনে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেন ওই ব্যক্তি।

 

সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশ সূত্র জানায়, বিকেল ৩টার দিকে তেলবাহী একটি ট্রেন খুলনার উদ্দেশে  ফিরে যাচ্ছিল। এ সময় স্টেশন থেকে প্রায় তিন কিলোমিটার দক্ষিণে বানিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মলিন চন্দ্র শহরের বঙ্গবন্ধু সড়কে একটি মোটরসাইকেল গ্যারেজের মালিক। তিনি হাতিখানা মাছুয়াপাড়ার বাসিন্দা মৃত রমাকান্ত রায়ের ছেলে।

সৈয়দপুর রেলওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) দেওয়ান জিয়াউর রহমান বাংলানিউজকে জানান, আত্মহত্যার কারণ অনুসন্ধান চলছে। প্রাথমিকভাবে মনে হয়েছে নিহত মলিন মানসিক ভারসাম্যহীন ছিলেন। নিহতের মরদেহ নীলফামারী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০০২২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।