ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

যশোরে খুলনা বিভাগীয় ইউনিয়ন পরিষদ সচিব সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২০
যশোরে খুলনা বিভাগীয় ইউনিয়ন পরিষদ সচিব সম্মেলন অনুষ্ঠিত খুলনা বিভাগীয় ইউনিয়ন পরিষদ সচিব সম্মেলন

যশোর: যশোরে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি খুলনা বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে জেলা পরিষদ মিলনায়তনে খুলনা বিভাগীয় প্রতিনিধি সম্মেলন বাস্তবায়ন কমিটির উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে খুলনা বিভাগীয় প্রতিনিধি সম্মেলনের বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শেখ হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য।

সম্মেলনে খুলনা বিভাগের সচিবরা ১০ম গ্রেড উন্নীতকরণ ও শতভাগ বেতন ভাতা সরকারি কোষাগার থেকে দেওয়ার দাবি জানান।  

প্রতিমন্ত্রী বলেন, আপনাদের দাবি যৌক্তিক কারণ আপনারা যারা সচিবের চাকরি করেন তারা সবাই গ্রাজুয়েশন করা। সরকার স্থানীয় সরকারকে শক্তিশালী করতে চায়। যা আপনাদের মাধ্যমে বাস্তবায়ন হবে। এই সরকার জনগণের সেবা করে সরকার গঠন করেছে তাই আপনাদের দাবি আমি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দিবো।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগ যশোরের উপ-পরিচালক হুসাইন শওকত, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব কেন্দ্রীয় সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন, সভাপতি এইচ এম রেজাউল করিম তুহিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২০
ইউজি/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।