ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কামারখন্দে বিয়ে খেতে এসে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২০
কামারখন্দে বিয়ে খেতে এসে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দে বিয়ে খেতে এসে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল আহম্মেদ আলী শেখ (২৮) নামে এক যুবকের।  

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জ-ঈশ্বরদী রেলসড়কে কামারখন্দের জামতৈল রেলওয়ে স্টেশনের কাছে হালুয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আহম্মেদ আলী শেখ ঝাঐল ইউনিয়নের কোনাবাড়ী গ্রামের মৃত ওজিবুল্লাহ শেখের ছেলে।  

প্রত্যক্ষদর্শীরা জানান, হালুয়াকান্দি গ্রামে এক আত্মীয়ের বাড়িতে বিয়ে খেতে এসেছিলেন আহম্মেদ আলী শেখ। তিনি রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন। এ সময় হঠাৎ কুড়িগ্রাম থেকে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মারা যান ওই যুবক। যুবকের মরদেহ পরিবারের লোকজন নিয়ে গেছে।  

সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দুরুল হুদা বলেন, দুর্ঘটনার ব্যাপারে আমাদের কেউ খবর দেয়নি।  

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২০
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।