ঢাকা: বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে সাম্প্রদায়িক মহল বিশেষের বিরোধিতার তীব্র ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।
শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় এক সংবাদ বিবৃতিতে এ ক্ষোভ এবং প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও সাবেক সাংসদ ঊষাতন তালুকদার, ভারপ্রাপ্ত সভাপতি ড. নিম চন্দ্র ভৌমিক, নির্মল রোজারিও এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাণা দাশগুপ্ত বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতার মতো রাষ্ট্রদ্রোহিতামূলক কর্মকান্ডের জন্য দায়ী ব্যাক্তিদের আইনের আওতায় এনে সুষ্ঠু বিচারের মাধ্যমে শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের কাছে জোর দাবি জানান।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২০
আরকেআর/এইচএমএস