ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় অস্ত্রসহ মাদক ব্যবসায়ী আটক 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২০
নেত্রকোনায় অস্ত্রসহ মাদক ব্যবসায়ী আটক 

ময়মনসিংহ: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় অভিযান চালিয়ে সোহেল মীর (২৮) নামে এক মাদক ব্যবসায়ী আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি রিভলবার, পাঁচ রাউন্ড গুলি, এক হাজার ৪৭০ পিস ইয়াবা ও ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

শুক্রবার (২৭ নভেম্বর) রাতে র‍্যাব-১৪ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, নেত্রকোনার দুর্গাপুর থানার ঝানজাইল বাজার কলেজ মোড় এলাকায় কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অপেক্ষা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যারের একটি দল সেখানে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিনগত রাতে অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর সময় অস্ত্র ও মাদকসহ সোহেল মীরকে আটক করা হয়।

আটক সোহেল মীরের বিরুদ্ধে দুর্গাপুর থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।  

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২০
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।