ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দারুস সালামে বিস্ফোরকসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৬ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২০
দারুস সালামে বিস্ফোরকসহ আটক ২ আটক দু’জন, ইনসেটে উদ্ধার করা বিস্ফোরক ও মাদক, ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর দারুস সালাম এলাকায় বিস্ফোরক দ্রব্যসহ দু’জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৪ এর একটি দল। এ সময় তাদের কাছ থেকে ৩১০ গ্রাম বিস্ফোরক দ্রব্য ও ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন- আউয়াল হোসেন (৩২) ও সোলাইমান মিয়া (২৮)। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক ও পুলিশের ওপর হামলা সংক্রান্ত মামলা রয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) তাদের আটক করার বিষয়টি জানান র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল।

আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে সাজেদুল ইসলাম সজল জানান, ওই দু’জন দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা এনে রাজধানীর বিভিন্ন এলাকায় ডিলার ও খুচরা মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করে আসছিলেন। এছাড়া, পরস্পরের যোগসাজশে নাশকতার উদ্দেশে বিস্ফোরক জাতীয় দ্রব্য সংগ্রহ ও সংরক্ষণ করে আসছিলেন তারা। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ২২২০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২০
পিএম/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।