ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অবরোধের ১ ঘণ্টা পর শাহবাগ ছাড়লো মুক্তিযুদ্ধ মঞ্চ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২০
অবরোধের ১ ঘণ্টা পর শাহবাগ ছাড়লো মুক্তিযুদ্ধ মঞ্চ ...

ঢাকা: বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতাকারী হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের গ্রেপ্তারসহ সাত দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ।

প্রায় এক ঘণ্টা ধরে অবরোধ চালিয়ে বিকেল পাঁচটার দিকে শাহবাগ মোড় ছেড়ে যায় মঞ্চের নেতাকর্মীরা।

শনিবার (২৮ নভেম্বর) অবরোধ থেকে ১ ডিসেম্বর সারা দেশে একযোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেওয়া হয়।

সাত দফা দাবিতে বিকেল চারটার দিকে এ অবরোধে মুক্তিযুদ্ধ মঞ্চের আমিনুল ইসলাম বুলবুল ও আল মামুনের নেতৃত্বাধীন অংশের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেয়। পরে পাঁচটার দিকে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতা-কর্মীরা শাহবাগ মোড় ত্যাগ করেন।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনেট মাহমুদ ও সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত।  

মুক্তিযুদ্ধ মঞ্চের দাবিগুলোর মধ্যে অন্যতম হলো- দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ও জেলা-উপজেলায় বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা ও মসজিদ-মাদরাসাগুলোতে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা বন্ধ করা।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২০
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।