ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হরিণাকুন্ডুতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২০
হরিণাকুন্ডুতে সড়ক দুর্ঘটনায় নিহত ২ দুর্ঘটনা কবলিত ট্রাক্টর ও মোটরসাইকেল, ছবি: বাংলানিউজ

ঝিনাইদহ: ঝিনাইদহের হরিণাকুন্ডুতে একটি ট্রাক্টর বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেওয়ায় দু’টি বাহনের চালক মারা গেছেন।  

রোববার (২৯ নভেম্বর) সকালে হরিনাকুন্ডু উপজেলার মথুরাপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন-উপজেলার বাসুদেবপুর গ্রামের হুমায়নের ছেলে ট্রাক্টরচালক টুলু হোসেন (২০) ও একই উপজেলার চাঁদপুর গ্রামের আজিজুল হকের ছেলে মোটরসাইকেল আরোহী শাকিল হোসেন (২১)।

হরিনাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্লা জানান, শাকিল  সকালে মোটরসাইকেলে করে হরিনাকুন্ডু থেকে ঝিনাইদহ শহরের দিকে যাচ্ছিলেন। পথে মথুরাপুর গ্রামে ঝিনাইদহ থেকে চাঁদপুরগামী একটি ট্রাক্টর মোটরসাইকেলটিকে চাপা দিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ট্রাক্টরের চালক ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। এসময় আহত হন শাকিল। এ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে পরে তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।  

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২০
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।