ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কাউখালীতে ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২০
কাউখালীতে ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ জব্দ কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হচ্ছে। ছবি: বাংলানিউজ

পিরোজপুর: পিরোজপুরের কাউখালীতে ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার সন্ধ্যা ও কচা নদীতে যৌথভাবে অভিযান চালিয়ে এ জাল জব্দ করে উপজেলা মৎস্য অফিস ও কোস্টগার্ডের সদস্যরা।

 

কাউখালী উপজেলা মৎস্য কর্মকর্তা ফনি ভুষন পাল বাংলানিউজকে জানান, সকাল থেকে বিকেল উপজেলার জোলাগাতী, পঙ্গাশিয়া ও বেকুটিয়া এলাকায় সন্ধ্যা ও কচা নদীতে যৌথ অভিযান চালানো হয়। এ সময় প্রায় ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা জালের আনুমানিক মূল্য প্রায় ১৫ লাখ টাকা। জালগুলো স্থানীয় ফেরিঘাট এলাকায় প্রকাশ্যে পুলিশের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।