ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নলডাঙ্গায় দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২০
নলডাঙ্গায় দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

নাটোর: নাটোরের নলডাঙ্গায় ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা পরিষদ চত্বরে এই মেলা অনুষ্ঠিত হয়।

 

বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এই মেলার আয়োজন করেন উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. তাসমিনা খাতুন, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক প্রভাষক আক্রমুল ইসলাম স্বপ্নীল, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আলিম সর্দার, মহিলা ভাইস চেয়ারম্যান শিরিন আক্তার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুস শুকুর প্রমুখ।  

বক্তব্য শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। মেলায় মোট ২২টি স্টল স্থান পায়।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।