ঢাকা: অকারণে আলেম সমাজকে নিয়ে কটূকথা বলবেন না। কথা বলার অধিকার সবার আছে, তাদের কথা বলতে দিন।
সরকারের উদ্দেশ্যে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী একথা বলেন।
সোমবার (৩০ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত দেশে ধর্ষণ-শিশু নির্যাতন ও বিচারহীনতার প্রতিবাদে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।
সাংবিধানিক অধিকার ফোরামের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, অহেতুক বিতর্ক সৃষ্টি না করে যে কাজটা করতে পারবেন সেটা করুন। উন্নয়নের জন্য পুলিশকে অনুরোধ করেন তারা যেন ফুটপাত থেকে রিকশাচালক ও দিনমজুরের কাছ থেকে ঘুষ না খায়। তাতে সরকার লাভবান হবে।
ভাস্কর্য স্থাপনের বিষয়ে জাফরুল্লাহ চৌধুরী বলেন, অকারণে অহেতুক বিতর্ক করবেন না। আলেমরা আমাদের শ্রদ্ধেয় ব্যক্তি, সরকারের দায়িত্ব হবে মানবিক হওয়া। অহেতুক বিতর্ক করে ইসলামকে ছোট করবেন না।
তিনি অন্যদের মাধ্যমে প্রভাবিত না হয়ে আলেমদের কাজ করার আহ্বান জানান।
সাংবিধানিক অধিকার ফোরামের সভাপতি বাবু সুরঞ্জন ঘোষের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সহ-সভাপতি মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন, কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য কে এম রকিবুল ইসলাম রিপন, মহিলাদল নেত্রী আরিফা সুলতানা রুমা, ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২০
ইএআর/এএ