ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক গুরুদুয়ারায় প্রার্থনা ও শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।
সোমবার (৩০ নভেম্বর) তিনি সেখানে শ্রদ্ধা নিবেদন করেন।
ভারতীয় হাইকমিশন জানায়, শিখ ধর্মের প্রতিষ্ঠাতা প্রথম শিখ গুরু গুরুনানক দেবজির ৫৫১তম জন্মবার্ষিকীতে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিনি গুরুদুয়ারা ঘুরে দেখেন।
গুরুনানক জয়ন্তী উপলক্ষে মানবজাতির প্রতি তার সহানুভূতি এবং সেবার শিক্ষার কথা স্মরণ করেন ভারতীয় হাইকমিশনার।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২০
টিআর/ওএইচ/