রংপুর: করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি অনুযায়ী মাস্ক না পরে বাইরে বের হওয়ায় রংপুরে ২৯ জনকে ১৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় নগরীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।
রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা বাংলানিউজকে জানান, জেলা প্রশাসন ও সিটি করপোরেশনের চারজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৩ এর সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় স্বাস্থ্যবিধি না মানায় এবং মাস্ক না পরায় ২৯ জনকে বিভিন্ন অংকে ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়া স্বাস্থ্যবিধি মানাতে প্রচারণা চালানো হয়। জনসচেতনতামূলক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২০
এসআরএস