ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফেনীতে ৭০০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২০
ফেনীতে ৭০০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ ছবি: বাংলানিউজ

ফেনী: ফেনী পৌর মৎস্য আড়তে অভিযান চালিয়ে বিক্রি ও চাষ নিষিদ্ধ ৭০০ কেজি পিরানহা মাছ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

মঙ্গলবার (০১ ডিসেম্বর) দুপুরে অভিযানটি পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রজত বিশ্বাস ও মো. মনিরুজ্জামান।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেটদ্বয় বাংলানিউজকে জানান, নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির খবর পেয়ে দুপুরে ফেনী পৌর মৎস্য আড়তে অভিযান চালানো হয়। অভিযানে পিরানহা মাছ বিক্রির করায় মায়ের দোয়া নামে একটি মাছের আড়তকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ওই আড়ত থেকে ৭০০ কেজি পিরানহা জব্দ করা হয়।

পিরানহা মাছ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই এটি বাজারজাতকরণে নিষেধাজ্ঞা রয়েছে বলে বাংলানিউজকে জানান জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম।

অভিযানে মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈয়দ মোস্তফা জামান, সহকারী মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলামসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২০
এসএইচডি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।