ঢাকা: ঢাকা-চট্টগ্রাম বুলেট ট্রেনের প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ হয়েছে। এখন নকশা তৈরি করা হচ্ছে।
ঘণ্টায় ৩০০ কিলোমিটার গতির এ ট্রেন সার্ভিস প্রতিদিন ৫০ হাজার যাত্রী বহন করতে পারবে।
প্রকল্প বাস্তবায়নের পর ঢাকা থেকে চট্টগ্রামের ভাড়া কত হবে? কোন কোন স্টেশনে এ ট্রেন থামবে? এমন প্রশ্ন উঠেছে।
আসুন জেনে নেওয়া যাক:
সংশ্লিষ্ট সূত্র জানাচ্ছে, ঢাকা-চট্টগ্রাম বুলেট ট্রেনের ভাড়া দুই হাজার টাকার মতো হতে পারে। তবে প্রকল্প শেষ হওয়ার ওপর তা নির্ভর করবে। এটা শেষ হতে যদি সময় বেশি লেগেই যায়, তবে বাড়ার অংকটা বাড়তেই পারে।
প্রাথমিকভাবে জানা যাচ্ছে, রুট ম্যাপ অনুযায়ী প্রস্তাবিত রেলপথে মোট ছয়টি স্টেশন রয়েছে। সেগুলো হলো: ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, ফেনী, পাহাড়তলী ও চট্টগ্রাম।
বলা হয়েছে, বুলেট ট্রেনে করে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়া যাবে ৫৫ মিনিটেই। এটা বিরতিহীন সময়। যদি স্টেশনগুলোতে থামানো হয়, সেক্ষেত্রে ৭৩ মিনিট সময় লাগতে পারে। তবে বুলেট ট্রেন ঢাকা থেকে চট্টগ্রাম বিরতিহীনভাবে চলবে নাকি কোথাও থামবে, চূড়ান্ত অনুমোদনের পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
ঢাকা থেকে চট্টগ্রাম রুটের ৩২১ কিলোমিটার রেলপথ রয়েছে। তবে উচ্চগতির রেলপথটি আগের রেলপথের চেয়ে প্রায় ৯৪ কিলোমিটার কম হবে। ফলে দূরত্ব দাঁড়াবে ২২৭ কিলোমিটার।
বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২০
নিউজ ডেস্ক