রাজশাহী: ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে রাজশাহীতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ ডিসেম্বর) বিকেলে রাজশাহীর সাহেব বাজার জিরোপয়েন্টে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
‘ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশ প্ল্যাটফর্ম’ রাজশাহী বিভাগীয় এ সমাবেশের আয়োজন করে।
জুলফিকার আহমেদ গোলাপের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন—ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশের নেতা গোলাম মোস্তফা, আল কাদেরি জয়, ফয়েজুল্লাহ চৌধুরী, দিলরুবা নূরী ও সীমা দত্ত প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন জিন্নাত আরা ও রিদম শাহরিয়ার।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, দেশে লাগাতার ধর্ষণ-যৌন নিপীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। দেশে ফ্যাসিস্ট শাসন ও রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় ধর্ষক ও যৌন নিপীড়করা ঘৃণ্যতম অপরাধের দুঃসাহস করছে। বিচারহীনতার সংস্কৃতি এবং আইনের সুশাসনের অনুপস্থিতির এই সময় পাহাড়-সমতলে নারী নিপীড়ন, ধর্ষণ ও তাদের মদদদাতাদের রাজনৈতিকভাবেই প্রতিহত করতে হবে।
বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২০
এসএস/এমজেএফ