সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে ইছামতি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মাহমুদুল হাসান নামে এক বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (০১ নভেম্বর) সন্ধ্যায় সিরাজগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ এ দণ্ডাদেশ দেন।
এর আগে বিকেলে সদর উপজেলার বহুলী ইউনিয়নের সরাইচন্ডী গ্রামে অভিযান চালিয়ে ইছামতি নদীর তীর থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রির উদ্দেশে ট্রাকে করে পরিবহনের সময় ওই বালু ব্যবসায়ীকে আটক করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সরাইচন্ডী এলাকায় অভিযান চালিয়ে অবৈধ উপায়ে বালু উত্তোলন করার সময় বালু ব্যবসায়ী মাহমুদুল হাসানকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২০
আরএ