রাঙামাটি: পার্বত্য শান্তিচুক্তির ২৩ বর্ষপূর্তি উপলক্ষে রাঙামাটির কাপ্তাই হ্রদে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০২ ডিসেম্বর) সকালে বাংলাদেশ সেনাবাহিনী রাঙামাটি সদর জোনের আয়োজনে শহীদ মিনার ঘাট এলাকায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি রিজিয়নের রিজিয়ন কমান্ডার মো. ইফতেকুর রহমান পিএসসি।
প্রধান অতিথির বক্তেব্য রিজিয়ন কমান্ডার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদার মন নিয়ে সব সুযোগ সুবিধা দিয়ে পার্বত্য শান্তিচুক্তি করেছেন, যাতে আমরা সবাই শান্তির দ্বার প্রান্তে উপনীত হতে পারি। তিনি আশা প্রকাশ করে বলেন, এই চুক্তি বাস্তবায়নের মাধ্যমে পার্বত্যাঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা ও উন্নয়ন তরান্বিত সম্ভব হবে।
এসময় রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, রাঙামাটি বিজিবি সেক্টর কমান্ডার লে. কর্নেল এ এস ফয়সাল, রাঙামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
নৌকাবাইচ প্রতিযোগিতায় পুরুষ-নারী দুদলের নৌকা, সাপ্পান এবং কায়াক মিলে মোট ৪টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আগত অতিথিরা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২০
আরএ