ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভাসানচরে করোনা টেস্ট করতে পারবেন রোহিঙ্গারা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২০
ভাসানচরে করোনা টেস্ট করতে পারবেন রোহিঙ্গারা ...

ঢাকা: ভাসানচরে রোহিঙ্গারা করোনা ভাইরাসের টেস্ট করতে পারবেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।  

শুক্রবার (০৪ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রোহিঙ্গাদের জন্য ভাসানচরে
দুটি হাসপাতাল ও চারটি কমিউনিটি ক্লিনিক রয়েছে। সেখানে রোহিঙ্গাদের চিকিৎসা সুবিধা দেওয়া হবে। একই সাথে রোহিঙ্গারা করোনা ভাইরাসের টেস্টও করতে পারবেন।

হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার বিরোধিতার মধ্যেও শুক্রবার প্রথম ধাপে ১৬শর বেশি রোহিঙ্গাকে ভাসানচর পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়:  ১৮১৬ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২০
টিআর/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।