ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

২ লাখ জাল টাকাসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২০
২ লাখ জাল টাকাসহ আটক ২ ...

ঢাকা: রাজধানীর রমনা থানা এলাকা থেকে ২ লাখ জাল টাকাসহ দুইজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আটক দুজন হলেন- মো. হানিফ গাজী (৪৬) ও মো. ইয়াছিন মোল্লা ওরফে আব্দুল হান্নান (৫৩)।

শুক্রবার (০৪ ডিসেম্বর) রমনা থানা এলাকার মগবাজার ওয়্যারলেস মোড় এলাকা থেকে তাদের আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি উত্তরা বিভাগ।

ডিবি উত্তরা বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী কমিশনার (এসি) শাহিদুল ইসলাম জানান, অভিযান চালিয়ে ২ লাখ জাল টাকাসহ দুজনকে আটক করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে জাল টাকার কারবারীর সঙ্গে জড়িত।

তিনি আরও জানান, কয়েকটি ধাপে জাল টাকা তৈরি করে বিভিন্ন দামে মাঠপর্যায়ে চক্রের সদস্যদের কাছে জাল টাকা সরবরাহ করে আসছিলেন তারা। এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে রমনা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২০
পিএম/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।