ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে স্ত্রীর হাতে স্বামীকে হত্যার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২০
রূপগঞ্জে স্ত্রীর হাতে স্বামীকে হত্যার অভিযোগ সুফিয়াকে আটক করে নিয়েছে যাচ্ছে পুলিশ। ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় নিজ ঘর থেকে শরীফ মিয়া (৩৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী সুফিয়া বেগমকে (৩০) আটক করা হয়েছে।

শনিবার (৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার চনপাড়া বস্তি থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

তবে এটা হত্যা না আত্মহত্যা কিছু বলতে পারছে না পুলিশ। কিন্তু পরিবারের দাবি, তার স্ত্রী নির্যাতন করে গলাটিপে হত্যা করেছে। ’ 

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বাংলানিউজকে বলেন, নিহতের স্বজনরা ফোনে জানালে আমরা নিহতের ঘরের বিছানা থেকে মরদেহ উদ্ধার করি। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে এটা হত্যা না আত্মহত্যা কিছুই বলা যাচ্ছে না। ময়নাতদন্তের পরই সঠিক কারণ বলা যাবে। ’

তিনি আরো বলেন, ‘নিহতের পরিবারের দাবি শরীফের স্ত্রী নির্যাতন করে স্বামীকে হত্যা করেছে। এর পরিপ্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রী সুফিয়াকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শরীফের বোন ফারজানা আক্তার বলেন, ‘সুফিয়া শরীফের দ্বিতীয় স্ত্রী। তার আগেও স্ত্রী ও দুই সন্তান রয়েছে। ৫ থেকে ৬ মাস আগে কাউকে না জানিয়ে সুফিয়াকে বিয়ে করে শরীফ। যদিও সুফিয়ার তিন মেয়ে রয়েছে। তারপর থেকেই সুফিয়ার সঙ্গে বসবাস করছে শরীফ। বেকার ও মাদকাসক্ত হওয়ায় সুফিয়া ও তার মেয়েরা মিলে শরীফকে প্রতিদিনই নির্যাতন করতেন। শুক্রবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায়ও ভাইকে মারধর করে আমায় ফোন দিয়ে গলাগাল দিয়ে বলে যাতে ভাইকে তার বাসা থেকে নিয়ে আসি। তখন আমি ফোন বন্ধ করে দেই। শনিবার দুপুরে লোক দিয়ে খবর পাঠায় আমার ভাই ফাঁসি দিয়ে আত্মহত্যা করছে। কিন্তু ঘরে গিয়ে দেখি ভাইয়ের মরদেহ বিছানায় কিন্তু কোন রশি ঝুলানো নেই। শরীরে আঘাতের চিহ্ন আছে। ’

তিনি বলেন, ‘ওর স্ত্রী ও সন্তানরাই আমার ভাইকে গলাটিপে হত্যা করছে। এখন বলছে আত্মহত্যা। আমি এর বিচার চাই। ’

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।