ঢাকা: পদ্মা সেতুর শেষ স্প্যান বসানোর খবর বাংলাদেশের গণমাধ্যমের পাশাপাশি চীনেও ছড়িয়ে পড়েছে৷ এই খবর বিস্তারিত এসেছে চীনা টেলিভিশনের প্রতিবেদনেও।
শনিবার (১২ ডিসেম্বর) ঢাকার চীনা দূতাবাস এ খবর জানিয়েছে।
ঢাকার চীনা দূতাবাসের ফেসবুক পেজে চায়না সেন্ট্রাল টেলিভিশন- সিসিটিভির একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। সিসিটিভির এই প্রতিবেদনে বাংলাদেশের পদ্মা সেতুর শেষ স্প্যান বসানোর খবর দেখানো হয়। সেতুর দু'পাশে শেষ স্প্যানটি ক্রেন দিয়ে কিভাবে বসিয়ে দেয়া হলো, সেটা তুলে ধরা হয়।
এদিকে চীনা দূতাবাস এক বার্তায় বলেছে, বাংলাদেশের সর্ববৃহৎ পদ্মা সেতুর সর্বশেষ স্প্যানটি স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোম্পানি লিমিটেড কর্তৃক নির্মাণাধীন সেতুটির জলের উপরের ৬.১৫ কিলোমিটার মূল কাঠামোর নির্মাণকাজ সম্পন্ন হয়েছে।
স্প্যান স্থাপনের পর সেতুর ডেকের (সড়ক পথ) কাজ শুরু হবে। আশা করা হচ্ছে এটি আগামী বছরের শেষ নাগাদ সম্পন্ন হবে। ততদিনে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের ২১টি জেলা ও ঢাকার মধ্যে ফেরী পারাপারের ইতিহাস চিরতরে সমাপ্ত হবে৷ ঠিক সাত থেকে আট ঘন্টায় নদী পার হওয়ার সময়টা ১০ মিনিটে নেমে আসবে। ৮০ মিলিয়নেরও বেশী লোক এই সেতুটি দ্বারা উপকৃত হবে।
উল্লেখ্য, ১০ ডিসেম্বর পদ্মা সেতুর ৪১ টি স্প্যানের মধ্যে শেষ স্প্যানটি বসানো হয়।
বাংলাদেশ সময়: ০২৪০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২০
টিআর/ইউবি