ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধুর ভাস্কর্য: চক্রান্তকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২০
বঙ্গবন্ধুর ভাস্কর্য: চক্রান্তকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বাংলাদেশ শিক্ষক সমিতির নেতারা। ছবি: শাকিল আহমেদ

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে চক্রান্ত ও ভাস্কর্য ভাঙচুরের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)।

রোববার (১৩ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে সংগঠনের নেতারা এ দাবি জানান।

 

মানববন্ধনে বক্তারা বলেন, ভাস্কর্য হলো ইতিহাস ও ঐতিহ্যের প্রতীক। ভাস্কর্য নির্মাণের উদ্দেশ্য হলো খ্যাতিমান ব্যক্তিদের অবদানকে স্মরণীয় করে রাখা এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরার মাধ্যমে দেশপ্রেম জাগ্রত করা। সারা বিশ্বের মুসলিমদেশসহ প্রায় সব দেশেই কম-বেশি ভাস্কর্য রয়েছে। প্রাচীনকাল থেকে বাংলাদেশের বিভিন্ন স্থানে ভাস্কর্য নির্মাণ করা হয়েছে।

বক্তারা আরও বলেন, আমরা মনে করি, জাতির পিতার ভাস্কর্যের ওপর আঘাত মানেই আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মুক্তিযুদ্ধের চেতনার ওপর আঘাত। তাই এদেশের সঠিক ইতিহাস, ঐতিহ্য এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব সমুন্নত রাখার স্বার্থে ভাস্কর্য নিয়ে চক্রান্ত ও রাতের আঁধারে ভাস্কর্য ভাঙচুরের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

সমিতির সভাপতি অধ্যক্ষ মো. বজলুর রহমান মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ কাওছার আহমেদের সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেট সদস্য বাবু রঞ্জিত কুমার সাহা, সহ-সভাপতি অধ্যক্ষ মো. আবুল কাশেম, আলী আসগর হাওলাদার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২০
পিএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।