সিলেট: সিলেট শহরতলীর টুকেরবাজারে গ্যাসের পাইপ লাইনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।
রোববার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরতলীর টুকেরবাজার শাহজালাল তৃতীয় সেতু সংলগ্ন একটি চা দোকানের পাশে এ আগুন লাগে। এতে চা দোকানিসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানায়, সন্ধ্যায় সড়কের পাশে গ্যাসের পাইপ লাইনে হঠাৎ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে।
স্থানীয়দের ধারণা, বিকেলে সেতু সংলগ্ন এলাকায় এক্সেভেটর দিয়ে মাটি কাটা হয়। এতে সেন্ট্রাল গ্যাস লাইনের পাইপ ক্ষতিগ্রস্ত হয়ে এ অগ্নিকাণ্ড ঘটতে পারে।
সিলেট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার এস এম হুমায়ন কার্নায়েন বাংলানিউজকে বলেন, গ্যাস লাইন ক্ষতিগ্রস্ত হয়ে আগুন লেগেছে। প্রায় দেড় ঘণ্টা ধরে ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
স্থানীয়রা অভিযোগ করেন, গ্যাস সরবরাহ বন্ধে জালালাবাদ গ্যাসের জরুরি বিভাগের সংশ্লিষ্টদের খবর দেওয়া হলেও এখনও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
এদিকে আগুন লাগার ঘটনায় সিলেট-সুনামগঞ্জ সড়কে প্রায় দেড় ঘণ্টা ধরে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে ওই সড়কের কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়েছে। যানবাহন বন্ধ থাকায় যাত্রীরাও ভোগান্তিতে পড়েছেন।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২০, আপডেট: ২০০৪ ঘণ্টা
এনইউ/আরবি