সাভার (ঢাকা): ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে।
বুধবার (১৬ ডিসেম্বর) বীর শহীদদের শ্রদ্ধা জানাতে সকাল থেকেই মানুষের ঢল নামে স্মৃতিসৌধের বেদী প্রাঙ্গণে।
বিজয় দিবস উপলক্ষে সকাল সাড়ে ৬টায় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এরপর সকাল ৭টা থেকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় স্মৃতিসৌধ।
সকাল ৯টার দিকে স্মৃতিসৌধের প্রধান ফটকে দেখা গেছে, দলে দলে হাজার হাজার মানুষ লাল-সবুজ রঙের পোশাক পরে হাতে জাতীয় পতাকা নিয়ে ঢুকছেন। তবে অনেকের মুখেই মাস্ক নেই। প্রধান ফটকে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার নিয়ে দাঁড়িয়ে আছেন রেড ক্রিসেন্ট সোসাইটির এক ঝাঁক সদস্য। বেশিরভাগ মানুষই যেন ভুলে গেছে স্বাস্থ্যবিধির কথা।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্মৃতিসৌধে জনসমাগম বাড়ে। করোনার স্বাস্থ্য ঝুঁকি থাকলেও স্মৃতিসৌধে মানুষের ঢল নামে। শ্রদ্ধা নিবেদন করেন শহীদ পরিবারের সন্তানরা, যুবলীগ, ছাত্রলীগ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা।
স্মৃতিসৌধ ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ বিষয়ে জাতীয় স্মৃতিসৌধের পুলিশ ক্যাম্পের ইনচার্জ হারুন অর রশিদ বাংলানিউজকে বলেন, যে কোনো অনাকাঙ্ক্ষিত ঠেকাতে পুলিশ প্রস্তুত রয়েছে। সাদা পোশাকে সবার ওপর নজরদারি করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২০
এসআই