বরিশাল: মহান মুক্তিযুদ্ধে বিভিন্ন দেশে চিঠি লিখে লিখে বাংলাদেশের স্বাধীনতায় সমর্থন আদায়ে চেষ্টা করেছিলেন বৃটিশ নাগরিক লুসি হেলেন ফ্রান্টিস হল্ট। মুক্তিযুদ্ধের সময় যশোরের ফাতেমা হাসপাতালে থেকে সেবা দিয়েছিলেন যুদ্ধাহতদের।
কেক, ফুল, ফল নিয়ে জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান লুসির বর্তমান আবাসস্থল বরিশাল নগরের অক্সফোর্ড মিশনে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় লুসি অবেগআপ্লুত হয়ে পরেন তিনি। তার জন্মদিনের তারিখ মনে রেখে প্রশাসন শুভেচ্ছা জানানোয় অভিভূত হন তিনি।
তিনি জানান, বাংলাদেশ প্রতিষ্ঠার দিনে তারও জন্মদিন এটা তিনি গৌরববোধ করেন।
জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান জানান, মানব দরদী, বাংলাদেশের অকৃত্রিম বন্ধু লুসির যেকোনো প্রয়োজনে পাশে থাকতে চান তারা। লুসির বাংলাদেশে নাগরিকত্ব প্রদানের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তার স্বপ্ন পূরণ করেছেন।
লুসি হল্ট বাংলাদেশের নাগরিকত্ব চেয়েছিলেন দীর্ঘ বছর। বিষয়টি নিয়ে ২০১৬ সালের ডিসেম্বরে গণমাধ্যমে এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়।
এর পরপরই লুসির কর্মময় জীবনের জন্য দেওয়া হয় নাগরিক সংবর্ধনা। পরে ২০১৮ সালে সরকার প্রধান লুসিকে বাংলাদেশের নাগরিকত্ব দেন।
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২০
এমএস/এএটি