ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মোহাম্মদপুরে মাদক ব্যবসায়ীর গুলিতে আহত পুলিশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২০
মোহাম্মদপুরে মাদক ব্যবসায়ীর গুলিতে আহত পুলিশ প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীর গুলিতে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. উজ্জ্বল গুলিবিদ্ধ হয়েছেন। তিনি রায়েরবাজার পুলিশ ফাঁড়িতে কর্মরত।

এ ঘটনায় অস্ত্রসহ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী ইব্রাহিমকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুরে তেজগাঁও জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হারুন-উর রশিদ বলেন, ‘বৃহস্পতিবার সকালে রায়বাজারে অভিযান চালানোর সময় এ ঘটনা ঘটে। পরে বিস্তারিত জানানো হবে। ’

জানা গেছে, গুলিবিদ্ধ ওই পুলিশ কর্মকর্তাকে একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-অপারেশন) দুলাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে মোহাম্মদপুর বৈশাখী রোড এলাকার একটি বাসায় অভিযান চালায় পুলিশ। ওই বাসায় থাকা সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী ইব্রাহিমের নেতৃত্বে চারজন অবস্থান করতে থাকে। পরে তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি করে এতে পুলিশ কর্মকর্তা উজ্জ্বল গুলিবিদ্ধ হন। পুলিশও পাল্টা গুলি করলে মাদক ব্যবসায়ী ইব্রাহিম গুলিবিদ্ধ হয়, পরে তাকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়; তবে বাকিরা পালিয়ে যায়।

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২০
এজেডএস/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।