ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফেনীতে দিনব্যাপী পৌষ মেলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২০
ফেনীতে দিনব্যাপী পৌষ মেলা

ফেনী: ফেনীতে প্রথমবারের মতো দিনব্যাপী পৌষ মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বেলা ১১টায় শহরের কলেজ রোডস্থ আপ্যায়ন আফরোজ টাওয়ারের দ্য ভোজন কোম্পানি রেস্টুরেন্টে এ মেলা অনুষ্ঠিত হয়।

ইলামিত্র ইয়ুথ ফাউন্ডেশন এ মেলার আয়োজন করে।  

প্রধান অতিথি হিসেবে পৌষ মেলার উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরীন সুলতানা। তিনি বলেন, স্বল্প পরিসরে এ মেলার আয়োজন একটি চমৎকার উদ্যোগ। আগামীতে আরও বৃহৎ পরিসরে এ মেলার আয়োজন করার জন্য অনুরোধ জানাচ্ছি।

নাসরীন সুলতানা বলেন, ফেনীতে এখন অনলাইনে নারী উদ্যোক্তারা ভালোই কাজ করে যাচ্ছে। এ মেলার মাধ্যমে তাদের পরিচিতি আরও বাড়বে।

মেলায় ১৭টি স্টল স্থান পেয়েছে। প্রতিটি স্টলে থাকছে হাতের তৈরি খাবার, পিঠা, শাড়ি, গহনা ও নিত্যপ্রয়োজনীয় পণ্য।  

রাতে সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী পৌরসভার কাউন্সিলর লুৎফুর রহমান খোকন হাজারী।  

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২০
এসএইচডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।