রাজশাহী: রাজশাহীতে ৪ লাখ ৭ হাজার ২১৪ জন শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে। ৯ মাস থেকে ১০ বছরের সকল শিশুকে এই হাম-রুবেলা টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন রাজশাহী জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. রাজিবুল হক।
বৃহস্পতবার (১৭ ডিসেম্বর) বিকেলে রাজশাহী সিভিল সার্জন অফিস আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজশাহীতে শনিবার (২০ ডিসেম্বর) থেকে শুরু হবে হাম-রুবেলা ক্যাম্পেইন। ৩১ জানুয়ারি পর্যন্ত এ ক্যাম্পেইন চলবে। প্রতি ওয়ার্ডে শিশুদের টিকা দেওয়ার জন্য একটি করে বুথ খোলা হবে। এতে ৬ হাজার ভ্যাক্সিলেটর, ৭৯৬ জন কর্মী এবং এক হাজার ৭৫২ জন ভলেন্টিয়ার কাজ করবে।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহী সিভিল সার্জন অফিসের ডিজিজ কন্ট্রোল অফিসার ডা. খুরশিদুল ইসলাম, ডাব্লুএইচও’র মাহবুবুর রহমান ও রাজশাহী জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট নূর মোহাম্মদ প্রমুখ।
বাংলাদেশ সময়: ২২১৪ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২০
এসএস/ওএফবি