ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নিজ নামে স্কুল অ্যান্ড কলেজের ভিত্তি স্থাপন করলেন বিচারপতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২০
নিজ নামে স্কুল অ্যান্ড কলেজের ভিত্তি স্থাপন করলেন বিচারপতি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ’র ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জাস্টিস আবু জাফর সিদ্দিকী

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে ‘জাস্টিস আবু জাফর সিদ্দিকী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ’র ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোট শাখার বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী।

শুক্রবার (১৮ ডিসেম্বর) বিকেলে মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের আটিগ্রামে শিক্ষা প্রতিষ্ঠানটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকীর সহধর্মিনী ড. নার্গিস আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম টিপু সুলতান, কুষ্টিয়া জেলা ও দায়রা জজ অরুপ কুমার গোস্বামী, জেলা প্রশাসক আসলাম হোসেন, পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত, মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন, মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিংকন বিশ্বাস, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন আলী প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।