মাদারীপুর: পদ্মার পাড়ে শিবচর হয়ে উঠবে বসবাসের এক আধুনিক শহর বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর ই আলম চৌধুরী এমপি। শনিবার(১৯ ডিসেম্বর) বিকেলে উপজেলায় ৫শত আসন বিশিষ্ট নূর ই আলম চৌধুরী অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
এসময় চিফ হুইপ বলেন,'আমরা এক সময় ভাবতেও পারিনি শিবচরে এত বড় বড় প্রকল্প করব! আজকে শিবচরে ২২ শত কোটি টাকা ব্যয়ে তাঁতপল্লী হচ্ছে। অলিম্পিক ভিলেজের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। অনেক বড় বড় মেগা প্রকল্প এখানে আসছে। এর মধ্য দিয়ে শিবচর মানুষের জন্য বসবাসের আধুনিক শহর গড়ে উঠবে। যেখানে আধুনিক শিক্ষার ব্যবস্থা, স্বাস্থ্যসেবা, সাংস্কৃতিক ব্যবস্থা, খেলাধুলার ব্যবস্থাসহ বসবাসের আধুনিক সকল ব্যবস্থা এখানে আমরা করব। '
তিনি আরো বলেন,'এক সময় প্রধানমন্ত্রী শিবচর পৌর এলাকায় পানির মধ্যে খালি পায়ে হেঁটেছেন। এই অবস্থা ছিল শিবচরে। তার জন্যই আজ শিবচরে উন্নয়ন হয়েছে। আমরা শিবচরকে মুক্তিযুদ্ধের স্মৃতি নিয়ে ঢাকার পাশে এমনি এক এলাকা গড়তে চাই যেখানে কোনো সন্ত্রাস থাকবে না, আমরা এখানকার ছেলেমেয়েদের আধুনিক শিক্ষা দিতে পারবো এমনি এক এলাকা গড়ে তুলবো। '
তিনি বলেন,'শিবচরে সড়ক যোগাযোগের পাশাপাশি রেলপথের যোগাযোগও হচ্ছে। ভৌগোলিক দিক দিয়ে শিবচর এমনি এক জায়গা যেখানে খুব অল্প সময়ের মধ্যে নৌপথ, সড়কপথ ও রেলপথের সঙ্গে অল্প সময়ের মধ্যে আমরা সংযুক্ত হতে যাচ্ছি। আগামী দিনে মাননীয় প্রধানমন্ত্রী আকাশ পথের জন্যও যে পরিকল্পনা গ্রহণ করেছেন, সেটাও শিবচরের মাটিতে করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সেটা হলে শিবচর আকাশ পথের যোগাযোগেরও যুক্ত হতে পারবে। '
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম।
শিবচর উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার সভাপতিত্বে ও সহকারী কমিশনার(ভূমি) এম রকিবুল হাসানেরর সঞ্চালনায় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মেজবাউদ্দিন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. আব্দুর রশীদ খান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সাইফুর রহমান, জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মুজিবুর রহমান শিকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান,পৌর মেয়র আওলাদ হোসেন খানসহ উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
বাংলাদেশ সময়: ০০৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২০
এসআইএস