ঢাকা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বৃটিশবিরোধী আন্দোলনের নেতা বাঘা যতিনের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ন্যাপ ভাসানী।
রোববার (২০ ডিসেম্বর) সকাল পৌনে ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
ন্যাপ ভাসানী চেয়ারম্যান মোস্তাক আহমেদ ভাসানীর সভাপতিত্বে বক্তব্য দেন গণতান্ত্রিক লীগের সভাপতি এমএ জলিল, স্বাধীনতা পার্টির সভাপতি মিজানুর রহমান মিজু, ন্যাপ ভাসানী নেতা আনিসুজ্জামান প্রমুখ।
মানববন্ধনে সভাপতির বক্তব্যে ন্যাপ ভাসানী চেয়ারম্যান মোস্তাক আহমেদ ভাসানী বলেন, মৌলবাদী চক্র ফের মাথাচাড়া দিয়ে উঠেছে। এদের নির্মূল করতে হবে। এই অপশক্তিকে নির্মূল করতে না পারলে দেশ মৌলবাদী রাষ্ট্রে পরিণত হবে।
তিনি বলেন, বঙ্গবন্ধু ও বাঘা যতিনের ভাস্কর্য ভাঙচুর করে মৌলবাদী চক্র ঘৃণ্য অপরাধ করেছে। এদের অবিলম্বে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে।
বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২০
টিএম/আরএ