ঢাকা: একাত্তরের সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদের গঠনতন্ত্র বাতিলের প্রতিবাদ ও তা পুনর্বহালের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
রোববার (২০ ডিসেম্বর) সকাল সোয়া ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও ৭১-এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শেখ জামাল, সংগঠনের কেন্দ্রীয় নেতা সফিয়ার রহমান, মো. আব্দুল খালেক প্রমুখ।
মানববন্ধনে ৭১-এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বুকে ধারণ করে ১৯৭১ সালে জীবনের ঝুঁকি বীর মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করি। দেশ স্বাধীন হওয়ার দীর্ঘ সময় পর ২০১৭ সালের ২৭ আগস্ট মুক্তিযোদ্ধা কাউন্সিল থেকে ৭১-এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদ ২৩৯/২০১৭ নিবন্ধন লাভ করে। কিন্তু কিছু দিন আগে হঠাৎ করে নিবন্ধন বাতিল করা হয়। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। মুক্তিযুদ্ধের চেতনা ঘরে ঘরে পৌঁছে দিতে ৭১-এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদের গঠনতন্ত্র পুনর্বহাল করতে হবে।
বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২০
টিএম/এইচএডি/