ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে ৯ ইটভাটাকে ৫০ লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২০
টাঙ্গাইলে ৯ ইটভাটাকে ৫০ লাখ টাকা জরিমানা ছবি: বাংলানিউজ

টাঙ্গাইল: টাঙ্গাইলে তিন উপজেলায় নয়টি ইটভাটার মালিককে ৫০ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ছয়টি ইটভাটার চুল্লি ভেঙে দেওয়া হয়েছে।

রোববার (২৭ ডিসেম্বর) দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে এ জরিমানা ও চুল্লি ভেঙে দেওয়া হয়। অভিযানের নেতৃত্বে দেন পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ।

এ সময় পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইলের উপ-পরিচালক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।

উপ-পরিচালক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, জেলার ঘাটাইল, কালিহাতী ও ভূঞাপুর উপজেলা এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পরিবেশ আইন না মেনে ইট পোড়ানো ও পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন কার্যালয়ের অনুমোদন না থাকায় ঘাটাইলের মিশাল ব্রিকস মালিককে ২ লাখ, স্বর্ণা ব্রিকস-২, সুজন ব্রিকস, সিয়াম ব্রিকস মালিককে ৬ লাখ টাকা করে ১৮ লাখ, কালিহাতীর স্বর্ণা ব্রিকস ও একুশে ব্রিকস মালিককে ৬ লাখ টাকা করে ১২ লাখ ও ভূঞাপুরের কবির ব্রিকস, এসটিআর ব্রিকস, আঁখি ব্রিকস মালিককে ৬ লাখ টাকা করে ১৮ লাখ টাকাসহ মোট ৫০ লাখ টাকা জরিমানা করা হয়।  

এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।