ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাগুরায় চালু হলো ই-ট্রাফিক সেবা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২০
মাগুরায় চালু হলো ই-ট্রাফিক সেবা ই-ট্রাফিক প্রসিকিউশনের উদ্বোধন। ছবি: বাংলানিউজ

মাগুরা: ট্রাফিক পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল ও চালকদের ভোগান্তি কমাতে মাগুরায় ই-ট্রাফিক প্রসিকিউশনের উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৭ ডিসেম্বর) দুপুরে জেলা পুলিশ লাইন্সের সামনে মাগুরা-ঝিনাইদহ মহাসড়কে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

মাগুরার পুলিশ সুপার (এসপি) খান মোহাম্মদ রেজওয়ান এর উদ্বোধন করেন।  

এ সময় উপস্থিত ছিলেন মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান, মোহাম্মদ ইব্রাহিম, সহকারী পুলিশ সুপার (এএসপি) আবির শুভ্র, ট্রাফিক ইন্সপেক্টর সৈয়দ নাজমুল হুদা, গোলাম মোর্শেদসহ অন্যরা।
 
এসপি খান মোহাম্মদ রেজওয়ান বাংলানিউজকে জানান, ট্রাফিক ব্যবস্থাকে আরও যুগোপযোগী করতে সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী দ্রুত সেবা দেওয়ার জন্য এই ই-ট্রাফিক প্রসিকিউশনের ব্যবস্থা করা হয়েছে। এর মাধ্যমে অনলাইনে মামলার জরিমানার টাকা জমা দেওয়াসহ কোনো ধরনে ভোগান্তি ছাড়াই দ্রুত ও সহজে মোটরযানের মামলা নিস্পত্তি করা যাবে।  

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।