ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সবজি কুড়িয়ে সংসার চলে যাদের

শাকিল আহমেদ, স্টাফ ফটো করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৯ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২১
সবজি কুড়িয়ে সংসার চলে যাদের সবজি কুড়িয়ে বিক্রি করছেন দুই নারী বিক্রেতা, ছবি: শাকিল

দেশের অন্যতম বড় পাইকারি বাজার হলো কারওয়ান বাজার। এছাড়া মোহাম্মদপুর, মিরপুর, যাত্রাবাড়ী ও পুরান ঢাকায় বড় পাইকারি বাজার রয়েছে।

যেখানে দেশের বিভিন্নপ্রান্ত থেকে ট্রাকে করে বিভিন্নরকম শাকসবজি নিয়ে আসা হয় প্রতিদিন। সেগুলো সংগ্রহ করেন আড়তদাররা। তবে পরিবহনকালে নষ্ট হয়ে যাওয়া শাকসবজি ফেলে দেন পরিবহন শ্রমিক ও আড়তদাররা। আর এ ফেলে দেওয়া শাকসবজি কুড়িয়েই চলে অনেকের সংসার।

আপনি শুনে অবাক হবেন ফেলে দেওয়া নষ্ট এসব শাকসবজিরও আছে আলাদা বাজার ও ক্রেতা। মূলত আড়তগুলোতে যারা কাজ করেন তারাই মহাজনের ফেলে দেওয়া শাকসবজি কুড়িয়ে কাজ শেষে বেচাতে বসেন। তাদের ক্রেতা হচ্ছেন একদমই নিম্ন আয়ের মানুষেরা।

রাজধানীর যাত্রাবাড়ী ঘুরে দেখা যায়, কেউ আড়তের পাশ থেকে সবজি সংগ্রহও করছেন। আবার কেউ অল্প পরিমাণে টমেটো, ফুলকপি, শিমসহ বিভিন্ন শাকসবজি নিয়ে বসে আছেন বেচার উদ্দেশ্যে। সেখান থেকে অনেকে আবার কিনেও নিচ্ছেন। রাজধানীর প্রায় সব পাইকারি বাজারগুলোর চিত্র একই।

কথা হয় এমনই একজন সবজি বিক্রেতা আছমার সঙ্গে। তিনি বাংলানিউজকে বলেন, আসলে আমরা আড়তে কাজ করি। মহাজন যেসব নষ্ট পণ্য ফেলে দেন সেগুলো আমরা কুড়িয়ে রাখি। কাজ শেষে সেগুলো আমরা বেচার জন্য পসরা সাজিয়ে বসি। কী করবো, এগুলো বিক্রি করলে কিছু পয়সা আসে। আর এসবের দাম কম হওয়াতে আমাদের মতো নিম্ন আয়ের মানুষেরা কিনে নিয়ে যান।

ক্রেতা কামাল বলেন, আমাদের তো বড় সাহেবদের মতো টাকা নেই। তাই টাটকা সবজি কিনতে পারি না। এখান থেকেই কিনে নিয়ে যাই।

বাংলাদেশ সময়: ০৮২৪ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২০
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।