ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিলেটে কোয়ারেন্টিনে যুক্তরাজ্যফেরত আরও ৩২ যাত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২১
সিলেটে কোয়ারেন্টিনে যুক্তরাজ্যফেরত আরও ৩২ যাত্রী

সিলেট: করোনা ভাইরাসের নতুন ধরনের (স্ট্রেইন) সংক্রমণের কারণে যুক্তরাজ্যের বসবাসরত আরও ৩২ সিলেট প্রবাসী দেশে ফিরেছেন।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সোয়া ১০ টায় যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর থেকে বিমানের বিজি-২০২ ফ্লাইটে আরও ৪২ জন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছেছেন।

এরমধ্যে ৩২ জন সিলেটে এবং ১০ জন একই ফ্লাইটে ঢাকায় গেছেন।

বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ বাংলানিউজকে বলেন, বাংলাদেশ বিমানের ফ্লাইটে আসা ৪২ যাত্রীর ৩২ জনই সিলেটের। বাকিদের নিয়ে বিমানের ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে সিলেট ছেড়েছে।

তিনি বলেন, সিলেট বিমানবন্দরের যাত্রী নামার সঙ্গে সঙ্গেই তাদের স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা ও নিরাপত্তা চেকআপ শেষে পুলিশ ও সেনাবাহিনীর পাহারায় চারদিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নিয়ে যাওয়া হয়।

স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার আদেশে বলা হয়েছে, যুক্তরাজ্য থেকে আসা যাত্রীদের সরকার নির্ধারিত হোটেলে নিজ খরচে চারদিন কোয়ারেন্টিনে থাকতে হবে। কোনো যাত্রী হোটেলে যেতে না চাইলে সরকারি ব্যবস্থাপনার কোয়ারেন্টিন সেন্টারে থাকতে হবে। চারদিন পর যাত্রীদের পিসিআর পদ্ধতিতে করোনা পরীক্ষা করা হবে।

এদিকে, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন বাধ্যতামূলক করার পর লন্ডন থেকে দেশে আসা যাত্রীর সংখ্যা কমেছে। গত বছরের শেষ সপ্তাহে লন্ডন থেকে ৬৪১ জন বিমানে দেশে আসেন। তাদের মধ্যে গত ২৪ ডিসেম্বর ২০২, ২৮ ডিসেম্বর ২০২ ও ৩১ ডিসেম্বর ২৩৭ যাত্রী দেশে আসেন। তাদের সবাইকে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২১
এনইউ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।