ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নৌযানের ধাক্কায় ট্রলার থেকে নদীতে ছিটকে পড়ে নিখোঁজ ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২১
নৌযানের ধাক্কায় ট্রলার থেকে নদীতে ছিটকে পড়ে নিখোঁজ ১ উদ্ধার কাজ দেখছে উৎসুক জনতা, ছবি: বাংলানিউজ

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের সদরের মিরেশ্বরাই এলাকায় ধলেশ্বরী নদীতে অজ্ঞাত নৌযানের ধাক্কায় পণ্যবাহী ট্রলার থেকে ছিটকে নদীতে পড়ে মো. জয়নাল (৩৮) নামে একজন নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন।

 

সোমবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুপুর ২টা পর্যন্ত নিখোঁজ ব্যক্তির খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজ কাঁচামাল ব্যবসায়ী জয়নাল মৃত আইয়ুব আলী মুন্সীর ছেলে।

আহতরা হলেন মো. মনির (৩৫), মো. নাসির (৫৫), মো. আসাদ (৫০), আনোয়ার (৩৫) ও সাদ্দাম (২৮)।  

মুক্তারপুর নৌপুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. আতিক জানান, ট্রলারে করে সবজি নিয়ে মুন্সিগঞ্জের মুক্তারপুর ফেরিঘাট থেকে নারায়ণগঞ্জে যাচ্ছিলেন ছয়জন কাঁচামাল ব্যবসায়ী। পথে কোনো নৌযান তাদের ট্রলারকে ধাক্কা দিলে তারা নদীতে ছিটকে পড়েন। পরে পাঁচজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও জয়নাল নিখোঁজ হন। তাকে উদ্ধার করতে নৌপুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা কাজ করে যাচ্ছেন। ঢাকা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিদলের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। ট্রলারটি উদ্ধার করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২১
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।