ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাশিদা খাতুন সাদা মনের মানুষ ছিলেন: তাপস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২১
রাশিদা খাতুন সাদা মনের মানুষ ছিলেন: তাপস দোয়া মাহফিলে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্যানেল মেয়র মো. সহিদের সহধর্মিনী রাশিদা খাতুন একজন ভালো ও সাদা মনের মানুষ ছিলেন বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
 
সোমবার (১৮ জানুয়ারি) বাদ আছর গেন্ডারিয়াস্থ প্রয়াতের বাসভবনে তার আত্মার মাগফেরাত কামনা করে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।


   
ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, উনার মৃত্যুর আগের দিন সন্ধ্যায় তার সঙ্গে আমার পরিচয় হয়, আর ভোর রাতেই তিনি ইন্তেকাল করেন। আমি ভোরে তার মৃত্যুর সংবাদ শুনে হতভম্ব হয়ে গিয়েছিলাম, নির্বাক হয়ে গিয়েছিলাম।
 
ব্যারিস্টার শেখ তাপস আরও বলেন, সেদিন আমরা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে ৭৫টি ওয়ার্ডে প্রথমবারের মতো সাকরাইন উদযাপন করছিলাম। সেই আয়োজনের সূত্রে মিনু সাহেব (প্যানেল মেয়র) তার নিজের এলাকায় ব্যাপক আয়োজন করেছিলেন। আয়োজনে অংশ নিতে আমি এসেছিলাম। সেদিনই চাচীর সঙ্গে আমার পরিচয়।  

ডিএসসিসি মেয়র আক্ষেপ করে বলেন, এই অল্প সময়ের মধ্যে তার সন্তানের জন্য, তিনি আমার কাছে একটি আবদার করেছিলেন। আমি তাকে জানানোর বা বলার সুযোগটাও পেলাম না যে, আমি তার আবদার পালন করার চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল আলামীন তাকে কবুল করবেন এবং তিনি যে আবদারটা করেছিলেন, সেটিও কবুল করবেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মান্নাফী, সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সচিব আকরামুজ্জামান, দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, ঢাকা মহানগর দক্ষিণ ও গেন্ডারিয়া থানা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতারা।

গত ১৪ জানুয়ারি রাতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্যানেল মেয়র মো. শহিদ উল্লাহর সহধর্মিনী রাশিদা খাতুন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন।
 
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২১
আরকেআর/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।