ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মুজিববর্ষে কক্সবাজারে ঘর পাচ্ছে ৮৬৫ পরিবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২১
মুজিববর্ষে কক্সবাজারে ঘর পাচ্ছে ৮৬৫ পরিবার

কক্সবাজার: কক্সবাজারে মুজিববর্ষ উপলক্ষে নতুন ঘর পাচ্ছে ৮৬৫ জন গৃহহীন পরিবার। এর মধ্যে প্রথম দফায় আগামী শনিবার (২৩ জানুয়ারি) ৩০৩ জন উপকারভোগীর মধ্যে নতুন ঘর হস্তান্তর করা হবে।

প্রতিটি ঘর নির্মাণে খরচ হয়েছে এক লাখ ৭১ হাজার টাকা করে।  

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে কক্সবাজার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।  

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, কক্সবাজার সদর উপজেলায় প্রথম ও দ্বিতীয় ধাপে মোট ৯৬টি ঘরের বরাদ্দ পাওয়া গেছে। এরমধ্যে নির্মিত হয়েছে ২০টি।  

চকরিয়া উপজেলায় ১৮০টি বরাদ্দের বিপরীতে ৮০টি, পেকুয়া উপজেলায় ৪৫টি বরাদ্দের বিপরীতে ১৪টি, রামু উপজেলায় ১৭৫টি বরাদ্দের বিপরীতে ৬০টি, মহেশখালী উপজেলায় ২০টি বরাদ্দের বিপরীতে ২০টি, উখিয়া উপজেলায় ১০০টি বরাদ্দের বিপরীতে ৩৫টি, টেকনাফ উপজেলায় ২২৯টি বরাদ্দের বিপরীতে ৬০টি ও কুতুবদিয়া উপজেলায় ২০টি বরাদ্দের বিপরীতে ১৪টি ঘরের নির্মাণকাজ শেষ হয়েছে।  

জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ জানান, যেসব ঘরের নির্মাণ কাজ এরইমধ্যে শেষ হয়েছে তা শনিবার সকালে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপকারভোগীদের মধ্যে হস্তান্তর করবেন।  

প্রেস ব্রিফিংয়ে অন্যদের উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক আমিন আল পারভেজ, কক্সবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল, উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হামিদুল হক চৌধুরী, মহেশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান শরীফ বাদশা প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২১
এসবি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।