ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চুক্তিতে আরও ২ বছর আইসিটি সচিব থাকছেন জিয়াউল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২১
চুক্তিতে আরও ২ বছর আইসিটি সচিব থাকছেন জিয়াউল

ঢাকা: চুক্তিতে আরও ২ বছর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সিনিয়র সচিব থাকছেন এন এম জিয়াউল আলম।

চাকরির মেয়াদ শেষ হওয়া এ কর্মকর্তার অবসরোত্তর ছুটি (পিআরএল) ও এ সংক্রান্ত সুবিধা স্থগিতের শর্তে আগামী ৫ ফেব্রুয়ারি বা যোগদানের তারিখ থেকে দুই বছরের জন্য আইসিটি বিভাগের সিনিয়র সচিব নিয়োগ দিয়ে বৃহস্পতিবার (২১ জানুয়ারি) আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

চুক্তিভিত্তিক নিয়োগের শর্ত অনুমোদিত শর্ত দিয়ে নির্ধারণ করা হবে বলে আদেশে বলা হয়েছে।

১৯৮৪ সালের বিসিএস ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা জিয়াউল এর আগে মন্ত্রিপরিষদ বিভাগের (সমন্বয় ও সংস্কার) সচিব এবং ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্বে ছিলেন। এছাড়া বিভিন্ন দপ্তরে চাকরি করেন জিয়াউল হক।

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২০
এমআইএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।