ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে বৃদ্ধাশ্রমে ভালোবাসা দিবস উদযাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২১
কিশোরগঞ্জে বৃদ্ধাশ্রমে ভালোবাসা দিবস উদযাপন কিশোরগঞ্জে বৃদ্ধাশ্রমে ভালোবাসা দিবস উদযাপন

নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ‘নিরাপদ বৃদ্ধাশ্রম’র প্রবীণদের সঙ্গে বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন করলো বাঙালিপুর ইউনিয়ন ফেসবুক গ্রুপ (বিইউএফজি)।  

দিবসটি উপলক্ষে নিজ অর্থায়নে রোববার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে বৃদ্ধাশ্রমটির সবার জন্য দুপুরের ভোজের আয়োজন করে সৈয়দপুরের সেচ্ছাসেবী সংগঠন বিইউএফজি।

 

এদিন স্বামী-স্ত্রী, বাবা-মা, ভাই-বোন, প্রিয় বন্ধুরা মিলিত হয় ভালোবাসার বন্ধনে। কিন্তু যাদের ভালোবাসার কোনো মানুষ নেই, যাদের দিন শুরু ও শেষ হয় বৃদ্ধাশ্রমের আঙ্গিনায়— ঠিক তেমনি সুবিধাবঞ্চিত ও নিরাপদ বৃদ্ধাশ্রমের প্রবীণদের সঙ্গে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হতে ভালোবাসা দিবসে ছুটে আসে বিইউএফজির সদস্যরা।  

প্রবীণদের সঙ্গে বিইউএফজির সদস্যরা

এ সময় পুরো বৃদ্ধাশ্রম সাজানো হয়। বৃদ্ধাশ্রমে বসবাসরত সবাইকে ফুল দিয়ে বিইউএফজির সদস্যরা ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানায়।  

প্রবীণদের সঙ্গে দিবসটি উদযাপনকালে উপস্থিত ছিলেন বিইউএফজির সুমী, রুকু, কামরুল, আলামিন, মিলন, মেহেদী, মামুন, লিকন, আরিফ, মাহফুজ, আসাদ।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।