ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পিরোজপুরে রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার, স্ত্রী-ভাই আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৬ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২১
পিরোজপুরে রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার, স্ত্রী-ভাই আটক

পিরোজপুর: পিরোজপুরে মো. এনামুল শেখ (৪০) নামে এক রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার করা হয়েছে।  শুক্রবার (২ নভেম্বর) সন্ধ্যায় স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

 

এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ নিহতের স্ত্রী রেশমা বেগম ও ছোট ভাই রাকিবুল হাসানকে রাতে আটক করেছে।

এনামুল হোসেন জেলার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ঝাটকাঠী এলাকার মোতালেব হোসেন শেখের ছেলে। তিনি পৌরসভার ভাইজোড়া শ্বশুরবাড়ি এলাকায় ভাড়া থাকতেন। পৌর বাজারের চালপট্টি এলাকায় তার একটি চায়ের দোকান রয়েছে।  

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় স্থানীয়রা
তাকে তার ভাড়া করা বাসায় অচেতন অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

জেলা হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডাক্তার তন্ময় মজুমদার জানান, তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জ ম মাসুদুজ্জামান ওই রাজমিস্ত্রির মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, তার শরীরে একটি খামচির (নকের আঘাত) চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। তবে এনামুল শেখ মারা যাওয়ার পরে তার স্ত্রী ও নিহতের ছোট ভাই রাকিবুল পলাতক ছিলেন। শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।