ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আমরা আইন ভঙ্গকারী জাতি হয়ে গেছি: স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২১
আমরা আইন ভঙ্গকারী জাতি হয়ে গেছি: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা: আমরা আইন ভঙ্গকারী জাতি হয়ে গেছি। প্রতিনিয়ত আইন ভঙ্গ করছি আমরা।

আইন ভঙ্গ করার প্রবণতা যতদিন কমাতে না পারবো নিরাপদ সড়কের কাঙ্ক্ষিত লক্ষ্যে যেতে আমাদের কষ্ট হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার (১১ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের আব্দুল সালাম অডিটোরিয়ামে নিরাপদ সড়ক চাই (নিসচা) ২৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নিরাপদ সড়ক চাই (নিসচা) এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম, ঢাকা মেট্রোপলিটন পুলিশ পিপিএম (বার) কমিশনার মো. শফিকুল রহমান উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গাড়ি থেকে হাইড্রোলিক হর্ন খুলে ফেলার নির্দেশ দেওয়া হয়েছিল। তারপর গাড়ি চালকরার হাইড্রোলিক হর্ন খুলে ফেলেছেন। এখন তারা আবার এটা লাগিয়েছেন। আবার এ বিষয়ে কথা বলতে হবে। গভীর রাতেও গাড়ির শব্দে ঘুম ভাঙছে নগরবাসীর, পথচারীরা বিরক্ত হচ্ছে। কিংবা আমরা মোবাইল ফোনে কথা বলতে বলতে রাস্তা পার হচ্ছি। কোথায় জেব্রা ক্রসিং খোঁজ খবর নেই।

নিরাপদ সড়ক চাই (নিসচা) ১১১টি সুপারিশ করেছিলেন উল্লেখ করে মন্ত্রী বলেন, সে সুপারিশ বাস্তবায়নের দায়িত্ব সড়ক পরিবহন মন্ত্রী আবার আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছেন। এ বিষয়ে কয়েকটি মিটিং করা হয়েছে। তবে এটা বাস্তবায়ন করতে হলে এক দুই বছরে সম্ভব না। অনেক দাবি করা হয়েছে। এগুলোকে ভাগ করে স্বল্প মেয়াদী, মধ্য মেয়াদী ও দীর্ঘ মেয়াদী এভাবে না করলে বাস্তবায়ন করা যাবে না।

তিনি বলেন, ইতোমধ্যে আপনারা বাস ট্রাক চালকদের জন্য বাস ট্রাক বে এর কথা বলেছেন। আমরা দেশের নতুন সড়ক মহাসড়কে এই বাস, ট্রাক চালকদের জন্য বিশ্রামাগার করা হচ্ছে। ইউরোপসহ বিশ্বের অনেক দেশেই ৫০ কিলোমিটার পর পর রেষ্টুরেন্ট, ওয়াশ রুমসহ বিশ্রামাগার রয়েছে। তবে আমাদের জায়গা কম ১৭ কোটির মানুষের দেশ। আমরা সে রকম জায়গা চাইলেই যেতে পারবো না।  বাস বে আমরা একের পর এক করবো।

আসাদুজ্জামান খান কামাল বলেন, চালকদেরও সচেতন হতে হবে। চালকরা এক টানা কত ঘণ্টা গাড়ি চালাতে পারবে। চালকদেরও বলতে হবে আমি আজ ৬ ঘণ্টা গাড়ি চালিয়েছি আমাকে আর দায়িত্ব দেবেন না।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে নিসচা প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেন, স্বাধীনতার ৫০ বছর চলে গেছে আর ৫০ বছর পার করতে চাই না এভাবে। আমরা একটা সভ্য জাতি হিসাবে সম্মানিত হতে চাই বিশ্ব দরবারে। আমরা সভ্য জাতি হিসেবে বিশ্ববাসীকে দেখাতে চাই আমাদের দেশে সড়ক দুর্ঘটনা রোধ করেছি। আমরা নিয়ম মানতে শিখেছি। আইনকে শ্রদ্ধা করতে শিখেছি।  

তিনি বলেন, আমাদের শিক্ষার্থীদের জন্য পরিবহনে হাফ ভাড়ার পাশাপাশি পরিবহন চালক ও শ্রমিকদের সন্তানদের পড়ালেখা অবৈতনিক করা হোক। সেই সঙ্গে বেরকারি শিক্ষা প্রতিষ্ঠানেও তাদের হাফ বেতনে পড়া লেখা করানোর সুযোগ দেওয়ার দাবি জানাই।

অনুষ্ঠানে প্রতিবছরের ন্যায় নিরাপদ সড়ক চাই (নিসচা) ২৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের জন্য কেন্দ্রীয় ও শাখা পর্যায়ে এ ধরনের ১২০টি পরিবারের কর্মসংস্থানের লক্ষ্যে ৫০টি পরিবারকে জীবিকা নির্বাহের জন্য সেলাই মেশিন দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২১
জিসিজি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।