ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভাতিজার মামলায় চাচা কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২১
ভাতিজার মামলায় চাচা কারাগারে মনির হোসেন ওরফে মিলন

নারায়ণগঞ্জ: বসতবাড়ির জমির জাল দলিল করে দখলের অভিযোগে ভাতিজা আবদুল হালিমের করা মামলায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় চাচা মনির হোসেন ওরফে মিলনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
 
রোববার (১৯ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা ফেরদৌসের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন মিলন।

শুনানি শেষে আদালত মিলনকে কারাগারে পাঠান।  

এর আগে ১৫ ডিসেম্বর মিলনের দুই সহযোগী তানভীর আলম তুহিন ও শরিফুল ইসলামকে গ্রেফতার করে রূপগঞ্জ থানার পুলিশ।  

এ ঘটনা নিশ্চিত করেন বাদীপক্ষের আইনজীবী ওমর ফারুক শান্ত। তিনি বলেন, রূপগঞ্জ উপজেলার কেন্দুয়া গ্রামের আরজু মিয়ার ছেলে আবদুল হালিমের কেন্দুয়া মৌজায় বসতবাড়ির জমির জাল দলিল করে তার চাচা মিলন নিজের নামে নামজারি করে সরকারের খাজনা দেন।  

তিনি আরও জানান, ওই বসতবাড়ি থেকে পরিবারসহ উচ্ছেদ করে ভূমিহীন করতে আবদুল হালিমের বিরুদ্ধে মারামারিসহ ১৪টি মামলা দিয়েছে। বিষয়টি নিয়ে হালিম আইনজীবীর শরণাপন্ন হন। পরে জানতে পারেন মিলন জাল দলিল করে তার বসতবাড়ির জমি দখলের চেষ্টা করছেন। ওই ঘটনায় মিলন ও তার দুই সহযোগীর বিরুদ্ধে ২০২০ সালে আদালতে মামলা দায়ের করেন হালিম।  

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২১
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।