ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পল্লবী থানা থেকে ডাকাতি মামলার আসামির পলায়ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০২ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২১
পল্লবী থানা থেকে ডাকাতি মামলার আসামির পলায়ন

ঢাকা: রাজধানীর পল্লবী থানা থেকে শফিকুল ইসলাম নান্টু (২২) নামে ডাকাতি মামলার এক আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (২০ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

 

এ ঘটনায় পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. তারিক বিন খালিদ বাদী হয়ে তার বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করেন।  

সূত্র জানায়, দুপুরে আদালতের গাড়িতে অন্য আসামিদের সঙ্গে শফিকুলকে তুলে দিতে পল্লবী থানার হাজত থেকে বের করা হয়। গাড়িতে তোলার সময় শফিকুল হ্যান্ডকাফ খুলে কৌশলে পালিয়ে যায়। পুলিশ তার পিছু নিয়েও ধরতে ব্যর্থ হয়। তাকে ধরার জন্য পল্লবী থানার বিভিন্ন এলাকায় অভিযান চালালেও গ্রেফতার করতে পারেনি পুলিশ।  

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম জানান, দুপুরে আদালতে নিয়ে যাওয়ার সময় ডাকাতি মামলার এক আসামি পালিয়েছে। পালানোর ঘটনায় আসামির বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ০২০০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২১
এমএমআই/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।