ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় মুক্তিযোদ্ধাদের নিয়ে কটূক্তি করায় অবস্থান ধর্মঘট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২১
নেত্রকোনায় মুক্তিযোদ্ধাদের নিয়ে কটূক্তি করায় অবস্থান ধর্মঘট

নেত্রকোনা: নেত্রকোনার পূর্বধলা উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা যুবলীগ সভাপতি জাহিদুল ইসলাম সুজন কর্তৃক মুক্তিযোদ্ধাদের নিয়ে কটূক্তি ও মহান বিজয় দিবসের প্রস্তুতি সভায় তাদের সঙ্গে অসদাচরণ করায় মানববন্ধন ও অবস্থান ধর্মঘট করেছে বিক্ষুব্ধ মুক্তিযুদ্ধারা।

মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের ব্যানারে বিভিন্নস্থরের মুক্তিযোদ্ধা ও সন্তানেরা বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে।

মানববন্ধন কর্মসূচি চলাকালে মুক্তিযোদ্ধাদের নিয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজনের কটূক্তি ও অসদাচরণের প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আইয়ুব আলী, সাবেক কমান্ডার নিজাম উদ্দিন, আব্দুল কাদির, আব্দুর রউফ, নাজিম উদ্দীন, সিরাজ উদ্দিন তালুকদার, নাজিম উদ্দীন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা উপজেলা চেয়ারম্যান সুজন কর্তৃক বিভিন্ন সময় মুক্তিযোদ্ধাদের নিয়ে কটূক্তি ও অসদাচরণ করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সুজনকে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি পদ থেকে অব্যাহতির দেয়ার জন্য বর্তমান সরকারের প্রতি জোর দাবি জানান।

মুক্তিযোদ্ধারা মানববন্ধন শেষে মিছিল নিয়ে উপজেলা পরিষদে অবস্থান ধর্মঘট পালন করে। পরে ইউএনও এর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।